ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাসে আগুন দিয়ে চালক হত্যার ঘটনার পর দিন নিহত চালক জুলহাসের বাড়িতে সরকারী সাহায্য নিয়ে গেলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজলা নির্বাহী অফিসার একটি সেলাই মেশিন ও নগদ ৫০ হাজার তুলে দেন নিহত পরিবারের হাতে। সে সময় নিহতের পরিবারের কান্নায় বাতাস বাড়ি হয়ে যায়। নিহত চালকের মা সাজেদা আকতার, বোন ময়না আকতার ও স্ত্রী জাকিয়া আকতারকে শান্তনা দেন ইউএনও।
নিহতের বলেন, স্যার আমরা সাহায্য চাইনা। আমার সন্তান হত্যার বিচার চাই।
উপজেলা নির্বাহী জানান, বাসে আগুন দিয়ে যারাই এমন নির্মম ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় হবে। আপনাদের প্রতি আমাদের একটা দৃষ্টি থাকবে। যে কোন প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।
উল্লেখ্য,সোমবার দিবাগত রাত তিনটার দিকে ভালুকজান পেট্রল পাম্পের সামনে তিনজন মুখোশধারী আলম এশিয়া পরিবহনের বাসে আগুন দেয়। আগুনে চালক জুলহাস বাসের ভিতরে পুড়ে মারা যায়। আহত হন শাহিদ ইসলাম বাদশা (১৮) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫)।
নিহত জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. বারেকের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত বাস চালিয়ে আসছেন। বর্তমানে সে ভালুকজান মাদানী মসজিদের সাথে জমি কিনে বাড়ি নির্মাণ করে মা বোন স্ত্রী নিয়ে বসবাস করতেন।