নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভ মিছিল নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে থেকে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশ করা হয়। পরে পুনরায় জেলা প্রেসক্লাবের সামনে সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে এসে কর্মসূচি শেষ করা হয়।
বিক্ষোভ মিছিল নেত্রকোণার এমপিওভুক্ত কলেজ, উচ্চ বিদ্যালয়, কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা সহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন – চন্দ্রনাথ কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, টিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান হাবিব, অসীম কুমার চক্রবর্তী, চচুয়া মারাদীঘি গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নার্গিস ফাতেমা, কেএনএফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম ফখরুল ইসলাম খান সহ অনেকেই।
বক্তারা বলেন – বাড়ী ভাড়া ২০℅, মেডিকেল ১৫০০টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রদানে দাবী জানান। দাবী না মানলে অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত রাখা হবে বলে জানান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।