1. live@gramintv24.com : Gramin TV 24 : Gramin TV 24
  2. info@www.gramintv24.com : Gramin TV 24 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিহিংসায় নয়, আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী: যশোরে ফুটবল খেলা অনুষ্ঠানে : তাবিথ আউয়াল ফুলবাড়ীয়ায় থামানো বাসে আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার,সরকারী সাহায্য নিয়ে বাড়িতে গেলেন ইউএনও ধামরাইয়ে রাজ মিস্ত্রির বাসা থেকে ২কেজি ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১, ভয়াল ১২ নভেম্বর ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে ভোলায় মারা যায় ৫ লাখেরও বেশি মানুষ,  ফুলবাড়ীয়ায় ঐতিহ্যের লাঠি খেলায় নারী পুরুষের ঢল মুন্সীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ, পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত,  কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিনটি ঘর পুড়ে ছাই ধামরাইয়ে ভাড়া বাসা থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ,

​ধামরাইয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ঐক্য সুদৃঢ় করার আহ্বান তমিজ উদ্দিনের,

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি ঃ

ঢাকার ধামরাইয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংগঠনিক কার্যক্রমক বেগবান করার লক্ষ্যে সূয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায সুয়াপুর ইউনিয়নের রৌহা ফুলতলা বাজারে, ৭,৮,৯ নং ওয়ার্ড আয়োজিত এ কর্মী সভা হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসব মুখর সমাবেশে পরিণত হয়।

এ সময় ​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ধামরাই থানা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের সমালোচনা করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

​প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধামরাই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ, তাদের সক্রিয়তার মাধ্যমেই গণতন্ত্রের বিজয় আসবে।”

​সভায় সভাপতিত্ব করেন সূয়াপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতা নুরুল ইসলাম হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দেলোয়ার হোসেন সাবেক সভাপতি ধামরাই উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সূতিপাড়া ইউপি। আবদুল আলীম মাষ্টার সাংগঠনিক সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, মো: তোরাব হোসেন সভাপতি, সূয়াপুর ইউনিয়ন কৃষকদল।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো: ফরহাদ হোসেন সিনিয়র সহ-সভাপতি ধামরাই উপজেলা বিএনপি।

অনুষ্ঠান শুরুর আগে ​নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সভায় যোগ দেন এবং তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এই কর্মী সভার মধ্য দিয়ে সূয়াপুর ইউনিয়ন বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট